ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ফরিদপুরে নারীকে পুরিয়ে হত্যার দায়ে মৃত্যুদন্ড
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২১-১০-২৬ ০৪:৫৪:০৭

ফরিদপুরে ভুয়া কাবিন নামা তৈরীর মাধ্যমে বিয়ে করা এবং বাড়িতে ডেকে মনিরা খানম নামের নারীকে পুড়িয়ে হত্যার দায়ে মো: সাহাবুদ্দিন খানকে মৃত্যুদন্ড ও অপর আসামী সুমন খানকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া আসামীদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলোচিত এ ঘটনার রায় প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদিপ কুমার রায়।

মামলার বিবরনী ও এজাহার সূত্রে জানাযায়, জেলার আলফাডাঙ্গা উপজেলার কবীর মোল্যার মেয়ে মনিরা খানমের সাথে প্রতিবেশী মো: সাহাবুদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তি সময়ে আসামী সাহাবুদ্দিন মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাক্ষান করে এবং মেয়েকে তার মামার বাড়ি বাগেরহাট পাঠিয়ে দেয়। এতে আসামী সাহাবুদ্দিন ক্ষিপ্ত হয়ে মনিরা খানমকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাগেরহাট থেকে নিয়ে আসে। পরে সাদা কাগজে সই নিয়ে একটি ভুয়া কাবিননামা তৈরীর মাধ্যমে বিয়ে মনিরাকে বিয়ে করে। বিয়ের ১ মাস পরে মনিরা খানম কাবিন নামা দেখতে চাইলে আসামী সাহাবুদ্দিন ক্ষিপ্ত হয়ে উঠে।পরবর্তি সময়ে হত্যার উদ্দ্যেশে মনিরা খানমকে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় শাহাবুদ্দিন। এসময় মুনিরা খানমকে গায়ে আগুন থাকা অবস্থায় লাঠি দয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় আসামীর স্বজনেরা। এলাকাবাসীর সহায়তায় মনিরা খানমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২০১১ সালে মনিরা খানম মারা যায়।

এঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে ৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানী শেষে আজ বেলা ১২টায় আসামী মো: সাহবুদ্দিন খানকে মৃত্যুদন্ড ও তার ভাই সুমন খানকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ে অপর দুই আসামী আছিয়া বেগম ও ঝুমুর বেগমকে বেকুসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। 

সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ