ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পন্ডিতের পোল সংলগ্ন ৮নং ওয়ার্ডের শিয়ালী বাড়িতে স্ত্রীর হাতে দা এর কোপে স্বামীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাতে স্ত্রী নুর নাহারের বাসায় পূর্বের ঝগড়া ঝাটির জের ধরে রাতে স্বামী ফরহাদ হোসেন টিটু মুনসী বাসায় ঘুমাতে আসলে তাকে ঘুমান্ত অবস্থায় মাথায় দা দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। তার ডান পা কে দ্বীখন্ডিত করে হাতের আঙ্গুল কুপিয়ে পৃথক সহ সমস্ত শরীর ক্ষতবিক্ষত করে মৃত্যু নিশ্চিত করেন পাষন্ড স্ত্রী। এ ঘটনায় পাষন্ড স্ত্রী কে পুলিশ গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানান ফরহাদ ও নুর নাহারের মধ্যে প্রায় সময় রাতে এবং দিনে ঝগড়া ও মারামারি হতো। কি নিয়ে কেন হতো তা আমরা জানি না। তবে যতটুকু জানতে পেরেছি ফরহাদ পূর্বেও বিয়ে করেছে সেই ঘরে তার দুই সন্তান রয়েছে বড় মেয়ে ডিগ্রী দ্বীতীয় বর্ষের ছাত্রী বলে জানান তারা।
দ্বিতীয় স্ত্রীর হাতে নিহত ফরহাদের প্রথম স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করলে তার আর্তনাদে কিছুই জানা যায়নি।
নিহত ফরহাদ হোসেন টিটু মুনসী উত্তর দিঘলদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্বে ছিলেন।
এব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আসামী গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।