ঢাকা বুধবার, মে ১৫, ২০২৪
হাবিপ্রবির আবাসিক হল খুলে দেয়া হয়েছে
  • দিনাজপুর প্রতিনিধি
  • ২০২১-১০-১৮ ১৩:৩৯:০৭

দীর্ঘ ১৯ মাস পর দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বঙ্গবন্ধু ও তাজ উদ্দীন নামের দুটি ছাত্রদের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।


আজ সোমবার সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই হলের ছাত্ররা হলে আইডি কার্ড প্রদর্শন করেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও তাজ উদ্দিন আহমেদ হল খুলে দেয়া হলে উঠতে পারছে।

দুটি হল সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সকাল ৯ টার আগেই উক্ত হলের  প্রধান ফটকে ছাত্রদের আইডি কার্ড ও ভ্যাকসিন এক ডোজ গ্রহণের সনদসহ বিশ^বিদ্যালয়ের অন্যান্য কাগজপত্র প্রদর্শনের পর কর্তৃপক্ষ তাদের কে হলের কক্ষে প্রবেশের নির্দেশ প্রদান করছে। এর আগে ছাত্রদেরকে লাল গোলাপ মাক্স ও হ্যান্ড,  স্যানিটাইজার নিশ্চিত করে স্ব স্ব হলের কক্ষে প্রবেশ করেন। প্রতি হলের কক্ষকেগুলিকে জীবানু নাশক স্প্রে করা হয় । 

দীর্ঘদিন পর হলে ফিরে  অনেকটা উৎফুল্ল প্রকাশ করে বঙ্গবন্ধু হলের ছাত্র সাঈদ মালিক বলেন বাড়ীতে লেখাপড়ার তেমন পরিবেশ নেই যার ফলে অনেক উদগ্রীব থাকায় পর আজ হলে ফিরে অনেক আনন্দিত ।

ছাত্রদের আগমনকে শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হল সুপার ড. মোঃ হাসানূর রহমান  বলেন আবাসিক হল
ছাত্রদের ছাত্র জীবনের গুরুত্বপূর্ণ জায়গা হলো  বিশ্ববিদ্যালয়ের হল সেই হলে ছাত্ররা ফিরে আবার শিক্ষাঙ্গনকে আলোকিত করবে । 

গাজীপুরে বিনামূল্যে নারীদের ল্যাপটপ বিতরণ
বিসিএসআইআর স্কুল এন্ড কলেজের জাতীয় শিশু দিবস উদযাপন
ঝালকাঠি নার্সিং কলেজ  অতিথি শিক্ষকের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
সর্বশেষ সংবাদ