৩০ লাখ টাকার হেরোইনসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
- কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
-
২০২১-০৯-২৩ ১২:৩৭:৫৯
- Print
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হলেন, কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মোঃ মোবারক হোসেন (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার আন্ধারমানিক এলাকায় বুধবার রাতে আব্দুস সালামের বাড়িতে অভিযান চালায়। এসময় মোবারকের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
কালিয়াকৈর থানার (তদন্ত) ওসি আবুল বাশার জানান, হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।