ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রূপগঞ্জে বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে জখম
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • ২০২১-০৯-১২ ০৭:০৬:১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের প্রতিপক্ষের লোকজন এক বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় এ দম্পতির বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাটেরও অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব এলাকায় ঘটনাটি ঘটে। রবিবার সকালে এ ঘটনায় ওই দম্পতির মেয়ের জামাই শাহিনুর মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহত দম্পতি হলেন, উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব এলাকার মৃত অহিদ মুন্সির ছেলে আব্দুল হাই ও তার স্ত্রী নাজমা বেগম। 
দম্পতির মেয়ের জামাই শাহিনুর মিয়া তার লিখিত অভিযোগে জানান, একই এলাকার দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর, জাকিরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার সন্ধ্যায় দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর, জাকিরসহ অজ্ঞাত ৩/৪ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার শশুর আব্দুল হাইয়ের ঘরে প্রবেশ করে বাড়ি-ঘরে লুটপাট ও ভাংচুর করতে শুরু করে। এসময় শশুর আব্দুল হাই বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে শাশুড়ী নাজমা বেগম বাচাঁতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে গুরুত্বর জখম করে। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা দম্পতির ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ও স্বর্নালংকারসহ অনুমানিক দুই লক্ষ টাকার মালমাল লুট করে চলে যায়। পরে আশপাশের লোকজন দম্পতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সিরাজগঞ্জে নগদ টাকা সহ ইউপি চেয়ারম্যান আটক
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
সর্বশেষ সংবাদ