ঢাকা রবিবার, মে ১২, ২০২৪
দিনাজপুর শহর সমাজসেবা দপ্তরের সেমিনার
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২১-০৮-২৩ ০৭:২১:০৫

দিনাজপুর শহর সমাজসেবা দপ্তরের আয়োজনে ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। 

সেমিনারে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দীক এর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. আব্দুল মোতালেব সরকার। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মোশারফ হোসেন।

শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে সেমিনারে মুক্ত আলোচনায় অংশ নেন সময় টিভি দিনাজপুরের নিজস্ব প্রতিবেদক গোলাম নবী দুলাল, সময়ের আলো পত্রিকার দিনাজপুরের নিজস্ব প্রতিবেদক আব্দুর রাজ্জাক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. ময়নুল হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলী খান, বিআরডিবি দিনাজপুরের উপপরিচালক মাহফুজুর রহমান, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আসাদুজ্জামান, শহর সমাজসেবা সমন্নয় পরিষদের সভাপতি মো. বজলুল হক, আইসিটি বিভাগের সহকারি প্রোগ্রামার মো. রুবেল হোসেনসহ উপস্থিত সকলেই।

প্রসঙ্গত, দিনাজপুর শহর সমাজসেবা দপ্তর আয়োজিত ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনারে মুক্ত আলোচনার মাধ্যমে বিভিন্ন দিক-নির্দেশনামুলক সুপারিশ গৃহিত হয়।

সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ