ঢাকা শনিবার, মে ১১, ২০২৪
স্কুল শিক্ষকের বৃক্ষ রোপন কর্মসূচী
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২১-০৮-২২ ০০:৪৯:১৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ব্যক্তিগত উদ্দ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছে ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক মো: নুরুল ইসলাম।
 
আজ (২২ আগস্ট) রবিবার সকালে শহরের তারার মেলা স্কুল ও ফরিদপুর জিলা স্কুলের সামনে এ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এসময় তিনি পরিবেশ ভারসাম্য রক্ষায় ১শত টি সুপারির চারা রোপন করেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শিক্ষক মোঃ নুরুল ইসলাম শহরের বিভিন্ন স্থানে ২হাজার তালগাছ বীজ বোপন, ২হাজার খেজুরগাছের বীজ , শতাধিক কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার গাছ রোপন করেছেন।এছাড়া প্রায় সারা বছরই তিনি সুযোগ পেলেই রাস্তার পাশে বিভিন্ন ফলজ ও ঔষুধী গাছ লাগিয়ে থাকেন। 
 
এ বিষয়ে স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলাম জানান, বৃক্ষের প্রতি ভালোবাসা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরনায় পরিবেশ রক্ষা, বজ্রপাতে মৃত্যু রোধ, ক্ষয় ক্ষতি কমাতে ও শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে  তিনি তালবীজ বোপন, খেজুরের বীজ বোপনসহ নানা ধরনের গাছ লাগিয়ে থাকেন। নুরুল ইসলাম জানান, গাছ মানুষের অকৃত্রিম বন্ধু তাই আসুন আমরা সবাই বেশী বেশী করে গাছ লাগাই।
সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন করবে আরণ্যক ফাউন্ডেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়
ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদা
সর্বশেষ সংবাদ