ঢাকা বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
সৈয়দপুরে উদ্যোক্তা মিলন মেলা অনুষ্ঠিত
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-১১-০৯ ০৬:১৩:৫৬

 অর্থনৈতিক মুক্তি, টেকসই উন্নয়ন, মানবসম্পদ ও আত্মকর্মসংস্থানে উৎসাহ তৈরিতে শনিবার নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হলো উদ্যোক্তাদের মিলন মেলা। 

সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের আয়োজনে মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে ই আলম সিদ্দিকী।
ড্রিম প্যালেস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মিলন মেলার আলোচনা পর্বে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু ও সিনিয়র সাংবাদিক এম আর আলম ঝন্টু।


সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা প্রভাষক শিউলি বেগম এতে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টি, প্রতিভার বিকাশ, মার্কেটিংসহ উদ্যোক্তার হওয়ার গল্প শোনান ৩৭জন উদ্যোক্তা।


আশরাফুল হক লিপটন ও বিথি ইসলামের সহযোগীতায় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে উদ্যোক্তাদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করে সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরাম। 


সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা প্রভাষক শিউলি বেগম বলেন, উদ্যোক্তাদের পরিচয় করি দেয়া, তাদের পণ্যের বাজারজাত এবং বিপণনের ক্ষেত্রে এই মিলন মেলা বিশেষ ভুমিকা পালন করে। 

 ব্রাহ্মণবাড়িয়াকে বসবাসের যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় তরুণ তরুণীরা
ময়মনসিংহে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার  -১
 নলছিটিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান,  ৩ দোকানীকে ১৪ হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ