ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
রোগী দেখতে গিয়ে নিজেই লাশ
  • দিনাজপুর প্রতিনিধিঃ
  • ২০২৪-১১-১২ ০৬:৫৭:৫৩

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অটোরিকশা যোগে রোগী দেখতে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রোজিনা খাতুন (২৫) নামে এক নারী নিহত হয়েছে।

 

 অলৌকিকভাবে নিহত মায়ের কোলে থাকা এক বছরের শিশুটি অক্ষত অবস্থায় সুস্থ রয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে বিক্ষুব্ধ জনতা।

 

নিহত রোজিনা খাতুন দিনাজপুর বিরল উপজেলার পৌরসভাধীন শংকরপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফারুক হোসেনের স্ত্রী ।

 

বিরল থেকে অটোরিকশা যোগে রোজিনা খাতুন তার এক বছরের সন্তানকে নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে ।

 

 আজ মঙ্গলবার (১২ নভেম্বর)সকাল সাড়ে ১০টায় দিকে শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড়ে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

 

 প্রত্যক্ষদর্শী আরভি আলম জানান, অটোরিক্সার যোগে রোজিনা খাতুন বিরল থেকে  দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে নিমনগর বালুবাড়ী  শহীদ মিনারের কাছে এসে অটোরিকশাটি টার্নিং পয়েন্ট বাক ঘুরানোর সময় রোজিনা খাতুনসহ তার কোলের বাচ্চাটি রাস্তায় পড়ে যায়। ঠিক পিছনে থাকা বেপরোয়া গতিতে ছুটে আসা ট্রাকটি রাস্তায় পড়ে যাওয়া রোজিনা খাতুনের উপর দিয়ে চলে যাওয়ায় ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা রোজিনা বেগম মারা যায়। অলৌকিকভাবে তার কোলে থাকা এক বছরের শিশুটি অক্ষত অবস্থায় সুস্থ রয়েছে। শিশুটির কোন কিছুই হয়নি। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক ও চালককে  আটক করে।

 

 

এ ঘটনার পরপরেই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে মহিলার লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

 

 

 দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আটক ঘাতক ট্রাক ও চালককে কোতোয়ালি থানায় আটক রাখা হয়েছে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত