ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ময়মনসিংহে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার -১
  • ময়মনসিংহ প্রতিনিধি
  • ২০২৪-১১-১২ ০৭:০২:১৭

 ময়মনসিংহে  মাদক দ্রব্য ও চোরাচালান দমনে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এসআই মোঃ মুকিত হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত সোমবার ১১ নভেম্বর রাতে জেলার পাগলা থানার নেওকা গ্রামের জনৈক গোলাপ নবী বাড়ির সামনে থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ শরিফ মন্ডল (২৫), পিতা মৃতঃ হাদিস মন্ডল, সাং-কাওরাইদ, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুরকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: শরীফ মন্ডল দীর্ঘদিন যাবৎ আশপাশ এলাকার সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সাথে জড়িত। মাদক নির্মুলে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ শরীফ মন্ডলের বিরুদ্ধে আরও ১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে ডিবি পুলিশ জানান।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের বিষয়ে পাগলা থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত