ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
নলছিটিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ দোকানীকে ১৪ হাজার টাকা জরিমানা
  • ঝালকাঠি প্রতিনিধি
  • ২০২৪-১১-১২ ০৭:০০:৫৩

ঝালকাঠির নলছিটিতে মেয়াদোত্তীর্ণ মাল রাখার অপরাধে তিন দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ভারানি বাজারে অভিযান চালিয়ে একটি বেকারিতে ৫ হাজার, একটি মুরগীর ঔষধের দোকানে ৮ হাজার এবং একটি তৈল এর দোকানে ১০০০ টাকা মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ অর্থদন্ড দিয়েছেন। এ সময় নলছিটি থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

 

সাফিয়া সুলতানা জানান, ভারানি বাজারে ৩ টি দোকানেই মেয়াদোত্তীর্ণ জিনিসপত্র বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৩ টি দোকানে মোট ১৪ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে ।

পটুয়াখালীতে পিপি ও বিশেষ পিপি হয়েছেন এ্যাডঃ টোটন ও এ্যাডঃ রুহুল
ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা
  সমবায় সমিতির পাওনা টাকার বিপরীতে দুই কোটি টাকার সম্পদ বায়না করে নেয়ার অভিযোগ
সর্বশেষ সংবাদ