ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-১১-১৩ ০৬:১৬:০৮

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।  সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বনার্ঢ্য এক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। 


এরআগে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি থেকে কর্মসুচির উদ্বোধন করেন।শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, আইডিইবি জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান বসুনিয়া ও সাধারণ সম্পাদক হায়দার আলী, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম এ সময় উপস্থিত ছিলেন।


পরে নীলফামারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুস সাত্তার শাহ ও টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিক সফিকুল ইসলাম। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী