ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
পটুয়াখালীতে পিপি ও বিশেষ পিপি হয়েছেন এ্যাডঃ টোটন ও এ্যাডঃ রুহুল
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু :
  • ২০২৪-১১-১৩ ১১:৪৫:১৬
পটুয়াখালী জেলার জেলা ও দায়রা জজ আদালতে ও এর অধীন আদালত, বিশেষ জজ আদালত এবং নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আইন কর্মকর্তা নিয়োগে পাবলিক প্রসিকিউটর ( জেলা ও দায়রা জজ আদালত) এ পাবলিক প্রসিকিউটর ( পিপি) হিসেবে এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ও পাবলিক প্রসিকিউটর ( বিশেষ জজ আদালত) এ বিশেষ  প্রসিকিউটর ( বিশেষ পিপি) হিসেবে নিয়োগ হয়েছেন এ্যাডভোকেট মো. রুহুল আমিন রেজা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ( জিপি- পিপি শাখা) বাংলাদেশ সুপ্রীম কোর্ট ঢাকা  এর উপ সলিসিটর ( জিপি- পিপি)  সানা মো. মরুফ হোসাইন কর্তৃক প্রেরিত নিয়োগ পত্র ( স্মারক নং- সলিসিটর / জিপি- পিপি( পটুয়াখালী) ৬২/২০২৪( অংশ-২)-১৮৯ সূত্রে জানাগেছে, পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে ও এর অধীন  বিশেষ জজ আদালতে জেলা আইনজীবী সমিতির সদস্য  আইনজীবী মজিবুর রহমান টোটনকে পিপি ও  মো. রুহুল আমিন রেজাকে বিশেষ পিপি হিসেবে নিয়োগ করা হয়েছেন। তারা  নিয়োগ প্রদান সংশ্লিস্ট কর্তৃপক্ষগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা পটুয়াখালী জেলার জেলা ও দায়রা জজ আদালতে ও এর অধীন আদালত, বিশেষ জজ আদালত এবং নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সকল বিচারক ও আইনজীবীদের সহযোগিতা কামনা করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে হঠাৎ শ্বাসকষ্টে ১০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৭
  আমু সহ আওয়ামী লীগের ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নরসিংদীর পলাশে গণমাধ্যম কর্মীর জমি জোরপূর্বক  দখলের চেষ্টা
সর্বশেষ সংবাদ