ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়াকে বসবাসের যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় তরুণ তরুণীরা
  • মজিবুর রহমান খান:
  • ২০২৪-১১-১২ ০৭:০৪:৩২

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বসবাস যোগ্য হিসেবে গড়ে তুলতে নিজেদের বেশ কিছু আকঙ্খার কথা তুলে ধরেছেন জেলার তরুণ-তরুণিরা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ইউএসএইড এর সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এক ক্যাম্পেইনে তরুন-তরুনিরা নিজেদের ভাবনার কথা তুলে ধরেন। এসময় জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে অংশ গ্রহনকারি তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরিবেশ, নদী, মাছসহ সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তাদের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ও জানতে চান উপস্থিত তরুণেরা। ‘আমিও জিততে চাই’ শ্লোগানে নিয়ে হওয়া এ ক্যাম্পেইনে শতাধিক তরুণ-তরুণি অংশ নেন।

 

সুর স¤্রাটওস্তাদ দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারন সম্পাদক এ.বি.এম. মোমিমুল হক। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। শামীম আহমেদের পরিচালনায় প্যানেল আলোচনায় অংশ নেন বিএডিসির নির্বাহী প্রকৌশলী রনি সাহা, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক খালিদ ইবনে সাদিক, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাঈদ হাসান সানি, সমীর চক্রবর্তী, শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, ডেমোক্রেসির আঞ্চলিক ব্যবস্থাপক আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

এসময় উপস্থিত তরুণরা ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদীগুলোকে দখলমুক্ত, নদ-নদী ও খাল-বিলে ময়লা না ফেলতে সবার প্রতি তারা আহবান জানান। বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ডায়াগনস্টিকের রোগ নির্নয়ের মান নিয়ে প্রশ্ন তোলা হয়। দিনে-রাতে সমান তালে নিরাপদ ভাবে চলাচলের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। জেলায় বিশ^বিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনেরও দাবি তোলা হয় তরুণদের আলোচনায়। এছাড়া প্রত্যেক এলাকায় খেলার মাঠ, সবার জন্য নিরাপদ সড়ক, মাদকমুক্ত এলাকা, নারী ও শিশুবান্ধন নগরী গড়ে তোলার বিষয়েও তরুণ-তরুণীরা তাদের মতামত তুলে ধরেন।

 

এ সময় ‘নেতা আসছে’ নামে ছোট্ট একটি নাটক পরিবেশিত হয়। এই নাটকে সমাজ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি বিষয় অন্তরায়, কি কি করা প্রয়োজন এসব বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি নাটকের মাধ্যমেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার কথা তরুণ-তরুণিদের কাছ থেকে জেনে নেওয়া হয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত