ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
লালমনিরহাটে পলিথিন কারখানার সন্ধান, দেড় লাখ টাকা জরিমানা
  • লালমনিরহাট প্রতিনিধি
  • ২০২৪-১১-১২ ০৬:৫৫:৪২

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও ১ টন পণ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি কলোনি এলাকায় এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

 

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযানও চালানো হচ্ছে।

 

 

আদিতমারী উপজেলার দুরারকুটি কলোনি এলাকায় কারখানা দিয়ে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে সারা দেশে সরবরাহ করছেন আজাদ হোসেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের লোকজন নিয়ে আজ অভিযান চালান।

 

 

এ সময় কারখানা থেকে প্রায় ১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে পলিথিন উৎপাদনের অপরাধে কারখানামালিক আজাদ হোসেনের কাছে থেকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জব্দ করা পণ্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী