তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডারদের জনসচেতনতা বৃদ্ধি করণ বিষয়ক রংপুর বিভাগীয় কর্মশালা শনিবার নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) শাহীনুর শাহীন খান বক্তব্য দেন।
কর্মশালায় আলোচক হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) নজরুল ইসলাম ও প্রকিউরমেন্ট অফিসার কফিল উদ্দিন এবং শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবাল তথ্য অধিকার আইন, তথ্য প্রদান, আপীল নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
রংপুর বিভাগের আটজেলার জেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, ইনস্ট্রাকটর, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ ৫০জন এতে অংশ নেন।
সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন সরকার জানান, মুলত তথ্য অধিকার আইনের যথাযথ ব্যবহার নিশ্চিত কল্পে এবং আইনি বিষয়ে সক্ষমতা বাড়াতে এই কর্মশালার আয়োজন করা হয়।