ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
কুড়িগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের পায়তারা
  • কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২৪-০৩-২০ ১২:৪৪:৫৯
নাগেশ্বরীর নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবু নঈম কুড়িগ্রাম বিজ্ঞ আদালত কতৃক নিয়োগের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজীর আহমেদ কে নিয়োগের দায়িত্ব দেয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার সুপার গত ২জানুয়ারি ২০১৯খ্রিঃ অবসরে গেলে সহকারী সুপার মাওলানা শাহজাহান আলী বিধি মোতাবেক ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করে আসছেন। নায়কেরহাট এলাকার মোস্তাফিজুর রহমান ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই মেতে ওঠেন নিয়োগ বাণিজ্য নিয়ে। মাদরাসার সুপার, আয়া ও নিরাপত্তা কর্মী পদ শূন্য থাকায় নায়কেরহাট এলাকার মোজাম্মেল হকের পুত্র আলমগীর হোসেনকে নিরাপত্তা কর্মী ও বাবু মিয়ার সহধর্মিনীকে আয়া পদে অতি গোপনে নিয়োগ দেয়ার প্রতিশ্রুতি মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় সভাপতি। নিয়োগ বাণিজ্যর নামে অর্থ হাতানোর বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। অতপর সভাপতি মোস্তাফিজুর রহমান মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলীকে শূন্যপদে গোপন নিয়োগ দিতে সকল কার্যক্রম প্রস্তুত করতে বলেন। ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলী গোপন নিয়োগ দিয়ে অস্বীকৃতি জানালে সভাপতি তাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে গত ২৬মার্চ ২৩খ্রিঃ বিধি বহির্ভূতভাবে মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলী কে অব্যাহতি দিয়ে জুনিয়র শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমান কে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেয়। উপায়ন্ত না পেয়ে ভারপ্রাপ্ত সুপার শাহজাহান আলী বাদী হয়ে কুড়িগ্রাম বিজ্ঞ সহকারী জজ আদালতে ১৫০/২৩খ্রিঃ মামলা করে এবং গত ১৬মে ২০২৩খ্রিঃ আদালত তাকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালনে রায় প্রকাশ করে। এদিকে সভাপতি মোস্তাফিজুর রহমান আদালতের রায় অমান্য করে তার মনোনীত জুনিয়র শিক্ষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত সুপার করে শূন্য তিন পদে গোপনে নিয়োগ বিজ্ঞাপ্তি প্রকাশ করে নিয়োগ দেয়ার পাঁয়তারা করছেন। অবৈধ নিয়োগের বিরুদ্ধে ভারপ্রাপ্ত সুপার শাহজাহান আলী বাদী হয়ে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে ১৪/২৪খ্রিঃ মামলা করে এবং বিজ্ঞ বিচারক গত ৭মার্চ ২৪খ্রিঃ উক্ত নিয়োগের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করার পরেও সভাপতি মোস্তাফিজুর রহমান অতি-গোপনে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আবু নঈম স্বাক্ষারিত গত ২৯ফ্রেবুয়ারী ২৪খ্রিঃ নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজীর আহমেদ দায়িত্ব প্রদান করেন। ভারপ্রাপ্ত সুপার শাহজাহান আলী সাক্ষাতকার নিয়োগ বোর্ড গঠনের বিরুদ্ধে গত ৫মার্চ ২৪খ্রিঃ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কুড়িগ্রাম জেলা প্রশাসক এবং বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এদিকে নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারী ও সিনিয়র মাদরাসা) বেনজীর আহমেদ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের পায়তারা সহ ভয়ভীতির অভিযোগ করেন ভারপ্রাপ্ত সুপার শাহজাহান আলী। নায়কেরহাট এলাকার সফিকুল ইসলাম, মনছুর, আদম আলী, ছামছুল হকসহ অনেক বলেন, মাদরাসার সভাপতি মোস্তাফিজুর রহমান ক্ষমতার দাপটে মাওলানা শাহজাহান আলীকে ভারপ্রাপ্ত সুপার থেকে অব্যাহতি দিয়ে তার মনোনীত জুনিয়র শিক্ষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত সুপার করে কুড়িগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের পায়তারা করছেন। ভারপ্রাপ্ত সুপার মাওলানা শাহজাহান আলী বলেন, মোস্তাফিজুর রহমান ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে অতি গোপনে সুপার, আয়া ও নিরাপত্তা কর্মী নিয়োগ দেয়ার জন্য সকল কার্যক্রম প্রস্তুত করতে বলেন। আমি গোপন নিয়োগ দিতে অস্বীকৃতি জানালে সভাপতি আমাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং বিধিমালা অমান্য করে আমাকে অব্যাহতি দিয়ে জুনিয়র শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব দেয়। বাধ্য হয়ে সভাপতি মোস্তাফিজুর রহমানকে বিবাদী করে আদালতে মামলা করে রায় পাই। নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারী ও সিনিয়র মাদরাসা) বেনজীর আহমেদ এবং সভাপতি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের পায়তারা করছেন। নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ও শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমান জানান, সভাপতির সঙ্গে কথা বলেন। সভাপতি যেভাবে বলবে আমি সেভাবে কাজ করবো। নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। আদালত নিষেধাজ্ঞা দিয়েছে তো কি হয়েছে। নিয়োগ দেয়া হবে। নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট বলেন, নায়কেরহাট দারুস সুন্নত দাখিল মাদরাসায় দীর্ঘদিন থেকে দুই পক্ষের বিরোধ ও মামলা চলে আসছে। লিখিত অভিযোগ এবং আদালতের নিষেধাজ্ঞার কপি পেয়েছি। আইনের উদ্ধে কেউ না। নিয়োগ হবে না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারী ও সিনিয়র মাদরাসা) ও নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি বেনজীর আহমেদ বলেন, আদালতের নিষেধাজ্ঞার কপি পেয়েছি অপাদত নিয়োগ পরীক্ষা হচ্ছে না। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগের কোন সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বাবা মায়ের তিক্ত সম্পর্ক, অভিযোগ নিয়ে থানায় হাজির শিশু সিয়াম
নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির পরিচিতি সভা
তাপদাহে নীলফামারীতে সড়কে পথচারীরা পেলো পানির বোতল
সর্বশেষ সংবাদ