ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
ভোলায় পারিবারিক কলহে যুবক নিহত; ফারুক আটক
  • মোঃ জহিরুল হক, ভোলা:
  • ২০২৩-১১-২৫ ০৭:২৯:১৩

ভোলায় পারিবারিক কলহকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক টুলু নিহত হওয়ার ঘটনায় ফারুককে ৫ ঘন্টার মধ্যে আটক করে পুলিশ। একাই খুন করেছে বলে  জবানবন্দিতে পুলিশকে জানিয়েছে আটককৃত ফারুক। ২৫ নভেম্বর  বেলা সাড়ে ১১ টার দিকে রাজাপুর ইউনিয়ন থেকে পুলিশ ফারুককে গ্রেফতার করে।

এর আগে আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় টুলুকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে ফারুক।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
টুলু রাজাপুর ইউনিয়নের আব্দুল রহমান চোকদারের ছেলে এবং দুই সন্তানের জনক। খুনি ফারুক একই ইউনিয়নের বাসিন্দা। টুলু এবং ফারুক রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন।

ওসি আরো জানান  গতকাল টুলু ও ফারুকের  মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। একপর্যায়ে টুলু ফারুকের স্ত্রীকে গালমন্দ করে।সেই  ক্ষোভ থেকেই আজ সকাল সাড়ে ৭ টার দিকে ফারুক ছুরি দিয়ে টুলুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘটনার ৫ ঘণ্টার মধ্যে পুলিশ তাকে রাজাপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করতে সক্ষম হয় । জিজ্ঞাসাবাদে ফারুক  নিজেই খুনের সাথে জড়িত বলে জানিয়েছে  পুলিশকে।

ওসি জানান খুন হওয়া টুলুর পরিবার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ফারুক ব্যতীত এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত নেই বলে জানিয়েছে আটক ফারুক।

নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
সর্বশেষ সংবাদ