জমকালো বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে,দিনাজপুর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আই.ই.বি) এর ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।
মঙ্গলবার ( ৭ মে) সকালে “ইঞ্জিনিয়ার্স ডে” উৎসব উপলক্ষে আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে জাতীয় সংগীত,ও বেলুন-ফেস্টুন- কবুতর উড়িয়ে এর উদ্বোধণ করা হয়।
পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে কেক কাটা,শপথ বাক্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্মানী সাধারণ সম্পাদক ও নীলফামারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন, দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনসুরুল আজিজ, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহীনুর ইসলাম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (ইলেকট্রিক্যাল) প্রকৌশলী শফিকুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রকৌশলী মোঃ জাবেদ আলী ও প্রকৌশলী মোঃ সৈকত আলী। এসময় উপস্থিত ছিলেন,আইইবি দিনাজপুর কেন্দ্রের প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীসহ অন্যরা।