ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
  • সুলতান মাহমুদ, দিনাজপুর:
  • ২০২৪-০৫-০৭ ০৮:৫৬:৩০

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের তিনটি উপজেলায় প্রথম  ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে  ভোট গ্রহণের সকল সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে জেলার তিনটি উপজেলা নির্বাচন অফিস থেকে ভোটের সরঞ্জামাদি বিতরণ করা হয়।

দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাচন অফিস থেকে ভোটের সরঞ্জামাদি বিতরণ করার সময় উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন দিনাজপুর সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কামরুল ইসলাম।

দিনাজপুর সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন দিনাজপুর জেলার প্রথম ধাপে বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ৮ মে।

কামরুল ইসলাম আরও বলেন, ভোট সুষ্ঠু করার লক্ষ্যে ইতিমধ্যে বিজিবি সদস্যরা মাঠে টহল অব্যাহত রেখেছেন পাশাপাশি র‍্যাব টহল রয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

বিরামপুর উপজেলার পরিশোধ নির্বাচনের ৭০ টিক কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের মাধ্যমে স্বচ্ছ বেলট বাক্স ছিল ও আনুষাঙ্গিক জিনিসপত্র সকাল থেকেই বিতরণ করা হয়েছে। আগামীকাল বুধবার সকাল সাতটার মধ্যে প্রতিটি কেন্দ্রের ব্যালট পেপার পাঠানো হবে।
সকাল আটটা থেকে বিরামহীন ভাবে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১ লক্ষ ৫১ হাজার ৬৪৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ৪৪ টি কেন্দ্রের মাধ্যমে ১ লক্ষ ৭ হাজার ৮২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে।

হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩৬ টি কেন্দ্রের মাধ্যমে ৮০ হাজার ৩৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী