ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ময়মনসিংহ চুরখাই বাজার মৈশালী পুকুরপাড় জমি নিয়ে বিরোধ ও হামলার জেরে থানায় অভিযোগ
  • এ,কে,এম আসাদুজ্জামান পাইলট, ময়মনসিংহ
  • ২০২৪-০৫-০৫ ১১:৩৮:৪২
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন ময়মনসিংহ চুরখাই বাজারের মৈশালী পুকুরপাড় জমি নিয়ে বিরোধের জেরে থানায় অভিযোগ করা হয়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রিয়ান( ১৭) আতিকুল (৩০) আসাদ(৩৫) আমির হোসেন(২৮) পারুল আক্তার(৩৬) উপর হামলা। গত ২৯/০৪/২০২৪ ইং তারিখ আনুমানিক সকাল ৮: ঘটিকার সময় কোতোয়ালি থানাধীন ১২ নং ভাওভাখালী ইউনিয়নস্থ চুরখাই মৈশালী পুকুরপাড় আসাদের বাড়ির সামনে বিবাদী -১/ বাবুল মিয়া( ৩৫) ২/ মনসুর(৩৭) ৩/ মোশারফ মিয়া (৪২ )সর্বপিতা মৃত আব্দুল জব্বার ৪/শান্ত (২১) পিতা মোশারফ মিয়া সর্ব সাং চুরখাই ৪/৫ জন বিবাদী বহুদিন যাবত নিম্ন তসফিলকৃত সাফকাওলা দলিল মূলে ক্রয় করা সম্পত্তি জোরপূর্বক ভাবে বে -দখল করার প্রয়াস তারা করে আসিতেছে। তসফিল কৃত জমিতে প্রবেশ করিয়া জোরপূর্ব ধান কাটিয়া নিয়া যায়। ও বাড়ি ঘরে হামলা করতে গেলে রিয়াল মিয়া বাধা প্রদান করিলে বিবাদীগণ তাদের বাড়ি হইতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদির বড় ভাইয়ের বাড়ির সামনে আসিয়া ১ নং বিবাদীর হাতে থাকা রামদা দিয়া হত্যার উদ্দেশ্যে রিয়াল এর মাথায় কোপ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। দুই নং বিবাদী এলোপাথারি ভাবে লোহার রড দিয়া বাইরাইয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা রক্তাক্ত যখন করে আমির হোসেনকে। ৪ নং বিবাদী ব্যবহৃত samsung F 22 ' মোবাইল নিয়ে যায় যাহার মূল্য আনুমানিক ২০,০০০ টাকা বাদীর ডাক চিৎকার শুরু করিলে আশেপাশের লোকজন আইয়া আসিলে বিবাদীগণ হুমকি দিয়া বলে যায় যে এই বিষয় নিয়া কাউকে কিছু বলিলে ও থানা কোন মামলা মোকাদ্দমা করিলে বাদীর পরিবার সহ খুন গুম করে ফেলবে বলে হুমকি প্রদর্শন করে বলে জানা যায়। স্থানীয় লোকজনের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় দুজনকে নেওয়া হয় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী এসে নিয়ন্ত্রণ করে।এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত