ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ভূয়া কোম্পানি মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ
  • বদিউজ্জামান রাজাবাবু , চাঁপাইনবাবগঞ্জ
  • ২০২৩-১১-১৯ ০৬:০৯:০৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আম গবেষণার কেন্দ্রের সামনে ন্যাশনাল আই.টি নামে প্রতারণার ফাঁদ পেতে কোম্পানীর ব্যানারে অফিস করে কোম্পানীর কিছু ইলেকট্রিক ও ইলোকট্রনিক্স মালামাল রাখে ব্যবসা নামে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেন মোঃ রফিকুল ইসলাম (৩৬) ও খাইরুল আলম (৩২) নামে ২ যুবক।

প্রতারক রফিকুল ইসলাম খুলনা জেলার সিটি কর্পোরেশন এলাকার হাজী মালেক, কলেজ রোড ১/১২ জিন্নাহপাড়া'র মোঃ হাবিবুর রহমানের ছেলে এবং প্রতারক খাইরুল আলম যশোর জেলার মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মোঃ ওয়াজেদ আলীর ছেলে। 

প্রতারণা ও টাকা আত্মসাৎ এর অভিযোগে উক্ত প্রতারকদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর আমলী আদালতে মামলা করেছেন সুমন আহম্মেদ (৩১) নামে এক ভুক্তভোগী, মামলা নম্বার-৬৬১সি/২০২১ (নবাব)।

মামলা সূত্রে জানা যায়, উপরোক্ত আসামীদ্বয় ঠক, প্রতারক ও বিশ্বাস ভঙ্গকারী দলের সদস্য। ১ম ঘটনার স্থানে ১নং আসামী আসিয়া একটি ন্যাশনাল আই.ডি নামক কোম্পানীর ব্যানারে অফিস চালু করিয়া কোম্পানীর কিছু ইলেকট্রিক, ইলোকট্রনিক্স মালামাল রাখিয়া ব্যবসা শুরু করিয়া বাদীর সহিত পরিচয় ও সুসম্পর্ক গড়িয়া তোলে। উক্ত সম্পর্কের জের ধরিয়া ১নং আসামী বাদীকে তার কোম্পানীর সহিত ব্যবসা করিবার জন্য উদ্বুদ্ধ করে। বাদী ও তার কথায় রাজী হইয়া ১ম ঘটনার সময়ে অর্থাৎ গত ২১/০৯/২০২০ ও ২৪/০৯/২০২০ ইং তারিখ ০০৫৭০৩১০০৩০৮১৩ হিসাব নম্বরে N.C.C Bank বিজয়নগর থানায় যথাক্রমে ১,৯৩,০০০/- ও ১,৪৪,000/- এবং ২নং আসামী বরাবর এবং ব্যাংক এশিয়ায় ১০৮৩৩৪১০০১৮০৮ নং হিসাৰ নম্বরে ০৫/১০/২০২০ ইং তারিখ ৬৫,০০০/- টাকা আসামীদ্বয়ের কথামত জনৈক মোঃ কাইউম বরাবর প্রেরণ করেন। যাহা একুনে ১,৯৩,০০০/- টাকা + ১,৪৪,০০০/- + ৬৫,০০০/- ৪,০২,০০০/-(চার লক্ষ দুই হাজার) টাকা প্রেরণ করিলে উক্ত ২ সীকার করলে ৪,০২,০০০/-(চার লক্ষ দুই হাজার) টাকা মূল্যের সম পরিমান ফ্যান, রাইস কুকার, ইস্ত্রি, প্রেসার কুকার সহ ইত্যাদি মালামাল অফিস সো-রুমে আসে এবং পরবর্তীতে আরো মালামাল পাঠাবো বলে ৫০ লক্ষ টাকা কৌশলে হাতিয়ে নিয়ে চলে যায় রফিকুল ইসলাম। এমনকি ন্যাশনাল আই টি নামে যে প্রতারণার ফাঁদ পেতে ছিলেন সেখানে ট্রেড করলে প্রতিদিন একটা ইনকাম আসবে বলে কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় ।

তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ সংবাদ