ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৩-১১-০১ ০৯:২৯:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর সৌদি আরব সফরে যাচ্ছেন। এসময় তিনি ওমরাহ শেষে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি বৈঠকে অংশগ্রহণ করবেন।

বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর প্রথমে মদিনায় যাবেন। সৌদি আরবে গিয়ে প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন। মদিনায় জিয়ারত করবেন। সেখান থেকে জেদ্দায় ওআইসির গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সৌদি আরবে ওআইসির বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে ওআইসি মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা চূড়ান্ত পর্যায়ে।

ওআইসির বৈঠকে ফিলিস্তিনের গাজা প্রসঙ্গে আলোচনা হবে। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। গাজায় যে মানবতা দলিত হচ্ছে, এ বিষয়ে আমরা সোচ্চার অবস্থা নিয়েছি বলে যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি সফর শেষে ৭ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ