নবীনগরে তিতাস ও মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান
- মো. সাফিউল আলম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
-
২০২৩-১০-১৩ ১১:৩৪:২০
- Print
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণে তিতাস ও মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকালে নবীনগর উপজেলা সংলগ্ন তিতাস ও মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার্থে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আলোকে অভিযান পরিচালনা করা হয়। এই সময় প্রায় (৫ হাজার) মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করে বিনষ্ট করা হয়। এছাড়া ১ টি ইন্জিনচালিত নৌকায় সাউন্ড বক্স বাজিয়ে উচ্চস্বরে গান বাজনা করায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর আলোকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বাস্তবায়নে জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও নবীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, তিনি বলেন 'উপজেলার সলিমগঞ্জ বাজার সহ বিভিন্ন হাট-বাজার গুলোতে সচেতনমূলক এবং মা ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় সম্পর্কে সকলকে অবগত করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'