ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটে পাকা রাস্তার অস্তিত্ব মুছে গেছে,নানা দূর্ভোগ
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-১০-০৮ ০২:৪৮:৫৩
ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণঘাটে পাকা রাস্তার অস্তিত্ব নেই। কবে পাকা রাস্তা দিয়ে এলাকার মানুষ চলেছেন সেটা ভুলেই গেছেন। রাস্তার বেহাল অবস্থার কারনে অবর্ণনীয় দূর্ভোগে সেখানকার মানুষ। গোকর্ণ ঘাট থেকে রসুলপুর এবং শালগাও-কালিসীমা হয়ে নবীনগরে গেছে পাকা দুটি সড়ক। তাছাড়া নৌপথে নবীনগর যাতায়তে লঞ্চ এবং নৌকাঘাট এখানে। গোকর্ণঘাটে টাউনখালের ওপর নির্মিত ব্রীজের দু’পাশে গড়ে উঠেছে রিকসা,মোটরসাইকেল,অটো এবং সিএনজি চালিত অটোরিকসা স্ট্যান্ড। ফলে সারাদিনই যানজট লেগে রয়েছে এখানে। সরকারী জায়গা দখল করে অবৈধভাবে ব্রীজের দু’ধারে গড়ে উঠেছে অনেক দোকানপাট। এটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড অধীন। কিন্তু গুরুত্বপূর্ন গোকর্ণঘাটের বেহাল অবস্থা বছরের পর বছর ধরে। সরজমিনে গোকর্ণঘাটের সবকটি সড়ক ঘুড়ে দেখা গেছে,কোন সড়কে পীচ নেই। পীচ ঢালাই,তার নিচে থাকা ইটের স্তর সরে গিয়ে মাটি বের হয়ে এসেছে। সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থাও ঠিকঠাক নেই। ভেঙ্গে রয়েছে ¯েøব। সব মিলিয়ে নাগরিক সেবা শূন্য গোকর্ণঘাটে। খালপাড় সড়কের পাশের বাসিন্দা হরিপদ জানান-২/৩ বছর ধরেই এ সড়কটির অবস্থা নাজুক। কাজ হবে হবে শুনছেন,কিন্তু কাজ আর হয়না। রহিছ,হারুন মিয়া জানান-বছর খানেক আগে একবার কাজ করার লক্ষন দেখা দিয়েছিলো। ঠিকাদার ইট এনে ফেলেছিলো। এরপর আর কাজ হয়নি। কেন হয়নি তা জানিনা। আমিনপুর গ্রামে যাতায়তের একমাত্র রাস্তা থেকেও মুছে গেছে পাকার চিহ্ন। পুরো সড়কই ভাঙ্গাচুরা। আমিনপুরের বাসিন্দা ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আনিসুর রহমান জানান-এই রাস্তার কোন অস্তিত্ব নেই। কনক্রিটও উঠে গেছে। এটা যে কোন সময় রাস্তা ছিলো সেটাই ভুলে গেছে মানুষ। রিপেয়ারও করা হয়নি গত ১০/১৫ বছরে। দক্ষিন পাড়ার মহরম আলী জানান,গোকর্নঘাট ফকির বাড়ি,গাঙ্গেরপাড়ের রোডসহ সবকটি রাস্তা মারাত্বক খারাপ। ১০/১৫ বছর ধরে এসব রাস্তা মেরামত হয়না। নয়নপুর-উলচাপাড়া সড়ক থেকে ৭ নম্বর ওয়ার্ডের চন্ডালখিল হয়ে গোকর্ণঘাটে সংযুক্ত হয়েছে আরেকটি রাস্তা। ২৭/২৮ বছর আগে মাটির এ রাস্তা করা হয়। এর ১২/১৫ বছর পর ইটের সলিং করা হয়। এখন ইটের সলিংয়ের দেখা পাওয়া কঠিন। রাস্তার বিভিন্ন স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। আনিসুর রহমান জানান, তিনি কমিশনার থাকাকালে ১৯৯৬ সালে চন্ডালখিলের রাস্তা করেছিলেন। এরপর আর এই রাস্তায় কোন কাজ হতে দেখেননি। তবে ২০০৭ সালের দিকে রাস্তায় ইটের কাজ হয়েছিলো বলে জানান তিনি। গ্রামের বাসিন্দা আলী আহমেদ,আবু সিদ্দিক বলেন-ইটের সলিং করেছিলো। এখন ইট নেই। সব ধুলা হয়ে গেছে। মাটির রাস্তা। জায়গা জায়গা বড় গর্ত। সেখানে বৃষ্টি হলেই পানি জমে ডোবার মতে হয়ে যায়। আমরা চলতে পারিনা। গাড়ি চলতে গিয়ে উল্টে পড়ে। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ জানান-রাস্তাগুলো খারাপই। পর্যায়ক্রমে সেগুলো করছি। এ বছর ’বছরের মধ্যেসব রাস্তা হয়ে যাবে।
তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ সংবাদ