নীলফামারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে রবিবার থেকে। জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে সপ্তাহের উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান।
জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম উপস্থিত ছিলেন এ সময়।
জেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচনসহ ৪টি গ্রæপে ১৭টি বিষয়ের উপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়াও সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ নিচ্ছে জেলার ছয় উপজেলার শিক্ষার্থীরা।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নেবে। বিভাগীয়তে শ্রেষ্ঠত্ব অর্জন করলে জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশ নেবে।