ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
কালিয়াকৈর আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ জনসমুদ্রে পরিনত
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • ২০২৩-০৭-২৪ ১০:৪৫:১৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় সোমবার বিকেলে উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হওয়ার পর বেলা বাড়ার সাথে সাথে তৃনমুলের নেতা কর্মীরা যোগ দেওয়ার এক পর্যায়ে অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিনত হয়। হাজারো  নেতা কর্মীর অংশগ্রহণে  কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল গাজীপুর -১আসনের সংসদ সদস্য প্রার্থীতা ঘোষণা  করেন।

এ সময় রেজাউল করিম রাসেল বলেন, গাজীপুর  -১নির্বাচনী এলাকা থেকে নৌকা প্রতীকে কে প্রার্থী হবে তা একমাত্র জননেত্রী শেখ হাসিনাই জানেন। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়।তাই তৃণমূলের জনগণ যদি আমাকে চায় তাহলে আমি প্রার্থী হবো।আমার বিশ্বাস আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন গাজীপুর বাসীর উন্নয়ন হয়।কালিয়াকৈরের সন্তান হিসেবে জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দীর্ঘদিন যাবৎ সকল বাধা বিপত্তি উপেক্ষা করে শেখ হাসিনার উন্নয়নের কথা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছি। 

অতিতের অন্য সব সরকারের তুলনায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সকল শ্রেণীর মানুষ শান্তিতে আছেন।কালিয়াকৈরের মত জায়গায় ৫টি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে, নির্মাণ করা হয়েছে ফোর লেন সড়ক। কালিয়াকৈরে নির্মাণ করা হয়েছে বিশাল  হাইটেক পার্ক। এতেই বুঝা যায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এদেশের সাধারণ মানুষের জন্য ব্যাপক  উন্নয়ন করেছে।

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ভজ গোপাল শাহার সভাপতিত্বে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম উজ্জামান ,সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ দুলাল প্রমুখ।

শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ