ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
  • মোঃ জহিরুল হক, ভোলা:
  • ২০২৩-১২-১৮ ১১:২২:৪৭

ভোলায় সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে দেশব্যাপী সর্বাত্মক হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধার পর জেলা বিএনপির নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটনের নেতৃত্বে শহরের বাপ্তা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল পৌরসভার গেট এলাকায় গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক কবির হোসেন, সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মো. রবিন চৌধুরী, লুকু চৌধুরী, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা যুবদল নেতা বিলাল হোসেন, জহির, আলমগীর, শামীম, ইব্রাহিম দেওয়ান প্রমুখ।

অপরদিকে একই সময়ে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন ও পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরের নেতৃত্ব হরতালের সমর্থনে শহরের উকিলপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বিল্লাল কমিশনার, বিএনপি নেতা খোকন ও তুহিন, জেলা যুবদল নেতা ওমর ফারুক, বাপ্পি, আমিনুল ইসলাম মাসুম, রিয়াদ হাওলাদার প্রমুখ।

মিছিলে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বর্তমান সরকারের পদত্যাগের পাশাপাশি নির্বাচনি তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিএনপির সকল কারবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা