ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
ঝিনাইদহের মহেশপুরে ৩ কেজি স্বর্ণ সহ ২ জনকে আটক করেছে বিজিবি
  • রাজিব হাসান, ঝিনাইদহ
  • ২০২৩-০৪-২০ ০৯:৪৮:৩০
ঝিনাইদহের মহেশপুরের বাকোশ পোতা নামক স্থান থেকে ৩ কেজি ১শ’ ৩৯ গ্রাম ওজনের ২৭ পিস স্বর্ণের বার সহ ২ জনকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের রুহুল আমীন ও সাইফুল ইসলাম। ঝিনাইদহ বিজিবি- ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, স্বর্ণের একটি চালান মহেশপুর শহর থেকে সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার বাকোশ পোতা নামক স্থানে চেকপোস্ট বসায় বিজিবি। তখন সীমান্তের দিকে আসা একটি মোটর সাইকেলের গতিরোধ করে সন্দেহ জনক অবস্থায় রুহুল আমীন ও সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৭ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মুল্য আনুমানিক ২ কোটি ৫৬ লক্ষ ৩৮ হাজার ৫শ’ ২০ টাকা। অভিযানের সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটিও আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা সহ জব্দকৃত স্বর্ণ ট্রেজারী শাখায় জমা দেওয়া হবে।
নাগেশ্বরীতে টিসিবির ৭বস্তা ডাল আটক; ৫০বস্তা চাল চিনি ডাল সিলগালা
লক্ষ্মীপুর মেঘনায় অবৈধ জালে মাছ শিকার, ২১ জেলে আটক
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
সর্বশেষ সংবাদ