ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
স্বরূপকাঠিতে ধর্ষন মামলার আসামী সহ ৩ জন গ্রেফতার
  • স্বরূপকাঠি ও কাওখালি প্রতিনিধি
  • ২০২৩-০৪-১১ ১৩:০১:০০
স্বরূপকাঠিতে ধর্ষনের অভিযোগে জহিরুল ইসলাম সাদ্দাম(৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উত্তর করফা গ্রামের তার নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষিতার মা কাজল বেগম বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন। জানাগেছে উত্তর করফা গ্রামের মৃত আবুল মোল্লার ১৬ বছরের প্রতিবন্ধি কন্যাকে ফুসলিয়ে তার নিজের ভাড়াটিয়া কাঠের ফার্নিচারের দোকানে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এলাকাবাসী ঘটনা টের পেয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর থানায় অভিযোগ দিলে পুলিশ জহিরুল ইসলাম সাদ্দামকে গ্রেফতার করে । গতকাল মঙ্গলবার সকালে পিরোজপুর আদালতে প্রেরন করেছে। এছাড়াও ওয়ারেন্ট ভূক্ত এনজিও সংক্রান্ত চেকের মামলায় জগন্নাথকাঠি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সহিদুল ইসলাম ও অপর এক মামলার পালাতক আসাম কৌড়িখাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে রাসেল আহম্মেদকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ