ফুলবাড়ীতে ১৬ বোতল ইস্কাফসহ এক মাদক কারবারি আটক
- জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
-
২০২৩-০৪-১০ ১১:১০:১৭
- Print
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬ বোতল স্কাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। সোমবার আড়াইটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকা থেকে পূর্বে তিনটি মাদক মামলার আসামি মাদক কারবারি হাবিবুর রহমান হিরু (৩২)কে ১৬ বোতলস্কাপ সহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানার এস আই ইব্রাহিম সহ একটি টিম। আটক ওই মাদক কারবারি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বাবর আলী ছেলে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।