ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে তুলে নিয়ে নির্যাতন, কর্মীদের বাড়ি ঘরের তালা
  • সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ২০২৩-০৩-২৯ ১০:৫৫:৫৭
রাজনৈতিক বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন জসিম গাজী নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে তুলে নিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় তারা ঐ নেতার বাড়ি ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। এছাড়াও আওয়ামীলীগ কর্মী, মহিলা মহিলা আওয়ামী লীগ কর্মী ও যুবলীগ কর্মীর বাড়িঘরেও জোরপূর্বক তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে এসব ঘটনা ঘটে। আর সন্ত্রাসী তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগ কর্মী হাজী ওসমান গনি অভিযোগ করে জানান, রূপগঞ্জ উপজেলায় আওয়ামী রাজনীতিতে দুই ভাবে বিভক্ত। একটি পক্ষের পক্ষ নিয়ে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার শমসের আলী ও শামসুদ্দিনের নেতৃত্বে ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী দেশীয় ও ধারালো অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে বুধবার বিকেল চারটার দিকে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় মহড়া দিতে থাকে। এ সময় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্কে সৃষ্টি হয়। এক পর্যায়ে ৭ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম গাজীর বাড়িতে হানা দিয়ে তালা মেরে দেয় । এ সময় জসিম গাজীকে জোরপূর্বক তুলে নিয়ে পাশের বালুর মাঠে এলোপাথা এভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে তার একটি পা ভেঙে ফেলা হয়। এছাড়া পরিবারের লোকজনকে বের করে দিয়ে হাজী ওসমান গনির ৪টি ফার্নিচারের দোকান ও দুটি বাড়িতে কালা ঝুলিয়ে দেয়। এছাড়া পরিবারের লোকজনকে বের করে দিয়ে মহিলালীগ নেত্রী স্বপ্না বেগম ও যুবলীগ কর্মী রাঙ্গার বাড়িঘরেও তালা ঝুলিয়ে দেয়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনেন এবং তালা খুলে দেন। হাজী ওসমান গনি আরো জানান, এ সব ঘটনার পর থেকে নেতাকর্মীদের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় ঐ সন্ত্রাসীদের হাতে হামলা ও হত্যা শিকার হতে পারেন তারা। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানান তিনি। রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম সায়েদ বলেন, এসব ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া যেসব বাড়ি করে তালা ঝুলানো ছিল তা খুলে দেয় পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ