ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
১৫ হাজার নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি আসছে
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-০২ ২১:২১:০০

বাংলাদেশ রেলওয়েতে ১৫ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আসছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী রেলওয়েতে এই নিয়োগের অনুমোদন দিয়েছেন।

রোববার (২ আগস্ট)  এই তথ্য জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাইল পাঠানো হয়েছিল। ইতোমধ্যে তিনি এই জনবল নিয়োগের অনুমোদন দিয়েছেন।

তিনি আরো বলেন, ১৫ হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এখন নিয়োগবিধি চূড়ান্ত করা হচ্ছে। সাধারণত নিয়োগবিধি তৈরি করতে চার থেকে ছয় মাসও সময় লেগে যায়। তবে আমরা ৩০ দিনের ভেতর করার চেষ্টা করছি। কিছুদিন বেশিও লাগতে পারে।

মাহবুব কবীর জানান, এই নিয়োগবিধি চূড়ান্ত হওয়ার পর গেজেট হবে। গেজেট হওয়া মাত্রই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

আরো পড়ুন- প্রধানমন্ত্রীর কাছে ১০ জন ‘সৎ কর্মকর্তার’ টিম চান মাহবুব কবীর

মাহবুব কবীর মিলন প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, তাঁর (প্রধানমন্ত্রীর) ঐকান্তিক আগ্রহ আর সদয় ইচ্ছায় রেল এক বিশাল কর্মীবাহিনী পাচ্ছে। এ জন্য তিনি রেলমন্ত্রী, সচিব, ডিজি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ