ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
বেলাবতে ১৫ মামলার আসামী আন্তঃজেলা ডাকাত সর্দার মান্নান গ্রেফতার
  • মোঃ স্বপন মাহমুদ, বেলাব (নরসিংদী)
  • ২০২৩-০১-২০ ০৫:৫১:৩৫
নরসিংদীর বেলাবতে ৬টি গ্রেফতারী পরোয়ানা এবং নরসিংদী ও কিশোরগঞ্জ সহ বিভিন্ন থানায় ১৫ টির অধিক ডাকাতি মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আঃ মান্নানকে একটি একনালা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। ১৯ জানুয়ারী দিবাগত রাত ১০.৫০ মিনিটে বেলাব থানা অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ নেতৃত্বে এসআই নুরুল ইসলাম ও এএসআই আনোয়ার হোসেন সহ একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জহুরীয়াকান্দা নতুন মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করেন।মান্নান চর বাঘবের ঝালকান্দা গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে। প্রেস ব্রিফিং জানানো হয়, মান্নান ১৫ টির অধিক ডাকাতি মামলাসহ ৬ টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত মামলা রয়েছে তার বিরোদ্ধে।দীর্ঘ দিন পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত ১০.৫০ মিনিটে বিন্নাবাইদ ইউনিয়নের জহুরীকান্দা নতুন মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে তার বাড়ি থেকে একটি একনালা বন্দুক ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। বেলাব থানা অফিসার ইনচার্জ মোঃ তানভীর আহমেদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আসামী মান্নানকে গ্রোফতার করতে সক্ষম হযেছি।তাকে গ্রেফতারী পরোয়ানা মূলে বিজ্ঞ আদালকে প্রেরণসহ ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়া ধীন।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ