ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
কুয়াকাটায় অবৈধ চোলাই মদ ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২৩-০১-১৯ ০৬:১৬:৩৮
পটুয়াখালীর কুয়াকাটায় ৬ লিটার অবৈধ দেশীয় তৈরি চোলাই মদ ও ৩ পিচ ইয়াবাসহ আব্দুর রহিম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) রাত দশটার সময় পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের হোটেল আল বেলাল (আবাসিক) এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহিম কুয়াকাটার তুলাতলী গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় অটো চালক। পুলিশ জানায়, হোটেল আল হেলাল এর সামনে দাড়িয়ে থাকা আব্দুর রহিমের হাতে একটি কাপড়ের ব্যাগ দেখে সন্দেহ হলে ব্যাগটি তল্লাশি করলে তার ভেতর ২ লিটারের ৩টি বোতল পাওয়া যায়। যার মধ্যে ৬ লিটার অবৈধ দেশীয় চোলাই মদ পাওয়া যায় এবং তার শরীরের ট্রাউজারের ভেতর থেকে ৩পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মহিপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ খন্দকার আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত আসামি আব্দুর রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সেই সাথে আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ