ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
ফরিদপুরে পিতাকে হত্যার দায়ে ১পুত্রের ফাঁসি; স্ত্রী ও অপর পুত্রের যাবজ্জীবন কারাদন্ড
  • ফরিদপুর প্রতিনিধিঃ
  • ২০২৩-০১-১৮ ০৮:৫১:২৮
ফরিদপুরে পিতাকে হত্যার দায়ে পুত্র আনোয়ার হোসেন আরাফাতকে ফাঁসি এবং অপর আসামী মাসহ আরেক ভাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের দিনমজুর মালেক শেখ ২০১৪ সালের ১১ অক্টোবর রাতে নিজ বাড়ীতে খুন হন। এ ঘটনায় নিহতের ভাই খালেক শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকালে পুলিশ জানতে পারে ঘটনার সাথে নিহতের স্ত্রী ও পুত্র জড়িত রয়েছে। এ সময় নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাতকে গ্রেফতার করে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আনোয়ার হোসেন ওরফে আরাফাত। প্রথম স্ত্রী থাকা সত্বেও দ্বিতীয় বিয়ে করার কারনে ক্ষিপ্ত হয়ে মা ও ভাইয়ের সহযোগীতায় পিতাকে কুপিয়ে হত্যা করে। দীর্ঘ শুনানী শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেন। একই সাথে আদালত নিহতের প্রথম স্ত্রী রিজিয়া বেগম ওরফে লিলি ও ছোট ছেলে সাকিল ওরফে সামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে ২ বছরের কারাদন্ডের আদেশ দেন।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ