ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
পটুয়াখালীতে দশম শ্রেনীর ছাত্রকে ছুরিকাঘাত আটক ১
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২৩-০১-১৮ ০১:০৪:২৫
পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পশ্চিম শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনিতে পড়ুয়া তাহসিন নামের এক স্কুল ছাত্র কিশোর গ্যাং এর ছুরির আঘাতে গুরুত্বর আহত হয়েছে। আহত তাহসিন আউলিয়াপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বড় আউলিয়াপুর গ্রামের বাসিন্দা সেরাজ তালুকদারের ছেলে। আহত তাহসিনকে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মঙ্গলবার ১৭'ই-জানুয়ারি আনুমানিক দুপুর ২ টার দিকে উপজেলা মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা হামলাকারী শান্ত নামের এক কিশোরকে আটক করে সদর থানা পুলিশে হস্তান্তর করেন এবং তার সঙ্গীরা পালিয়ে যায়। এবিষয়ে আহত তাহসিন এর বোন সালমা বেগম বাদী হয়ে হামকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। যাহার-নং-১২৬/২৩ ইং। হামলাকারীরা হলেন, (১). শান্ত (২০), পিতাঃ জহিরুল ইসলাম, (২). মোঃ আবির হোসেন (২০), পিতাঃ ফোরকান দফাদার, (৩).অন্তিক (১৮), (৪). জিসান (১৯), উভয় পিতাঃ অজ্ঞাত এছাড়াও অজ্ঞাত ৪/৫ জন। অভিযোগ সুত্রে, উপজেলা মাঠে সদর উপজেলার সকল স্কুল নিয়ে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে দৌড় প্রতিযোগিতায় ৪ টি পুরুষ্কার পায় তাহসিন। প্রতিযোগিতা চলাকালীন সময় শান্তর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে শান্ত তার দলবল কিশোর গ্যাং নিয়ে তাহসিনকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় শান্তর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তাহসিনের পেছন দিক থেকে বাম সিনার নিচে আঘাত করে। এতে তাহসিন গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা এগিয়ে আসলে অন্যান্য হামলাকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় শান্তকে আটক করে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি একজন আটক আছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ