ছাড়পত্রহীন ২ ইটভাটায় ১২ লাখ টাকা জরিমানা
- আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
-
২০২৩-০১-১৮ ০১:০৩:০৬
- Print
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নির্মিত দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ১২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে পৃথক পৃথক দুইটি অভিযানে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান।
সুত্র মতে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কৃষি জমির ওপর গড়ে উঠা ইটভাটায় অভিযান পরিচালনা করেছে লালমনিরহাট জেলা প্রশাসন। এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান। এ সময় আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কালিস্থানের বিএনপি নেতা রোকন উদ্দিন বাবুলের বিটি ব্রিকস নামক ইটভাটাকে ৮ লাখ টাকা এবং একই এলাকার বড় কমলাবাড়ি গ্রামের আশরাব আলী লালের এলএলবি ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান বলেন, কৃষি জমির ওপর নির্মিত, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো এবং পরিবেশ অধিদপ্তরের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় দুই ইটভাটায় ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান।