ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
শিবপুরে চামড়া পুড়িয়ে তৈরি করছে কয়েল,পরিবেশ বিনষ্ট হচ্ছে এলাকার
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০১-০২ ০৯:৫৩:২৬

নরসিংদী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড সালুরদিয়া গ্রামে নির্বিঘ্নে চামড়া পুড়িয়ে তৈরি করছে বিষাক্ত কয়েল। এলাকাবাসী সূত্রে জানা যায়,গাজীপুরের জনৈক রাসেল মিয়া পুটিয়া ইউনিয়নের বাড়ৈ আলগী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে এ গ্রামে কারখানা স্থাপন করেন । তারা সকল প্রকার ব্যবসায়ীক নিতিমালা অমান্য করে নির্বিঘ্নে বিষাক্ত কয়েল তৈরি করে বাজারজাত করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। যার নাম দিয়েছে মশার কয়েল। এলাকাবাসী জানায় দীর্ঘদিন যাবৎ এ গ্রামে সন্ধ্যা ঘনিয়ে আসলেই নষ্ট ছিঁড়া জুতা ও চামড়া পুড়ানো শুরু হয়। এ কালো ধোঁয়ার গন্ধের কারণে আমাদের সন্তানদের শ্বাসজনিত রোগে ভুগছে, দিন দিন এর মাত্রা বেড়েই চলছে।

এলাকাবাসী আরও জানায়, তাদের উৎপাদিত কয়েলের বিষাক্ত ধোঁয়ায় মশা মরলেও দিন দিন মানুষের শ্বাস কষ্ট বেড়েই চলছে,এতে ভুগছে অসহায় দরিদ্র মানুষ। এলাকাবাসী জানায়, কারখানাটি বন্ধ করার অনুরোধ করলেও কর্ণপাত করেনি তারা। তাদের দাপটে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কারখানার মালিক রাসেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে।সরেজমিনে গিয়ে দেখা যায় কারখানায় কর্মরত আছে স্থানীয় কিছু শ্রমিক।তাদের কাছ থেকে কারখানার মালিকের অবস্থান ও মোবাইল নাম্বার জানতে চাইলে তারা বলেন,মালিকের নাম্বার দেওয়া নিষেধ।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মাহবুব মিয়া জানান,চামড়া পুড়িয়ে কয়েল তৈরি করার বিষয়টি আমি অবগত আছি,এলাকাবাসীর দাবীতে কারখানাটি বন্ধ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।আপনারা মালিকের সাথে যোগাযোগ করে দেখেন।

তীব্র প্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়
নীলফামারীতে বৃষ্টির জন্য নামাজ
দিনাজপুরে প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন
সর্বশেষ সংবাদ