ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই- মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২২-১১-২৪ ০৮:২৮:৩১

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কওমী জুট মিলস্ হাই স্কুলের বর্ণাঢ্য  আয়োজনের মধ্যে দিয়ে  উপজেলা পর্যায়ে ৫০ তম জাতীয়  স্কুল বালিকা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ানশীপ গৌরব অর্জনকারী বালিকাদের সনদ এবং বিদ্যালয়ের লাল-সবুজ বালিকা দলের ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার  বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার  (২৪ নভেম্বর) বিকালে রায়পুরে কওমী  জুট মিলস্ হাই মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে  ফুটবল খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌরসভা মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

কওমী জুট মিলস্ হাই স্কুলের প্রধান  শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং  শিক্ষিকা মিথুন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, আলেয়া জুট মিলস্ লিঃ সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোসেন খান, জাতীয় জুট মিলস্ লিঃ প্রকল্প প্রধান (ভারপ্রাপ্ত)  মোঃ সাদেক হোসেন, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোমানা রেশমা, ১৩ নং ওয়ার্ডের  কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী। খেলার ধারা বিবরণী প্রদান করেন, সহ শিক্ষক মোঃ রোকনুজ্জামান খান। 

মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা শিক্ষার্থী খেলোয়াড়দের  উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্রীড়ার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সিরাজগঞ্জে এই প্রথম কওমী জুট মিলস্ হাই স্কুলের শিক্ষার্থীদের দুইটি ফুটবল টিম রয়েছে। আমি আশা করবো এই ফুটবল টিম আগামী  দিনে  জাতীয় পর্যায়ে  খেলার সুযোগ  পাবে। তখন সিরাজগঞ্জের মানুষ এই স্কুল নিয়ে গর্ববোধ করবে। তোমারা জানো সিরাজগঞ্জের  শাহজাদপুর উপজেলার মেয়ে আঁখি এখন জাতীয়  পর্যায়ে খেলোয়াড়। এজন্য  আমরা তাকে প্রত্যেক উপজেলা এবং জেলা থেকে  সংবর্ধনা  প্রদান করেছি । পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প  নেই। তাই খেলায় হারজিত থাকবেই সেটা বড় কথা নয় অংশ গ্রহণ করাই মূল বিষয়। 

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ওমর  ফারুক এবং ফয়সাল মাহমুদ । 

এসময় কওমী জুট মিলস্ হাই স্কুলের সিনিয়র শিক্ষক জাহিদ ইকবাল, আমিনুল ইসলাম সহ শিক্ষক -শিক্ষিকাবৃন্দ এবং  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জাতীয় জুনিয়ার সাঁতার প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডোমারে ক্রীড়া অফিসের উদ্যোগে গ্রামীণ ভলিবল প্রতিযোগীতা
সর্বশেষ সংবাদ