ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রূপগঞ্জে কৃষকের ৫ লক্ষ টাকার ফলের গাছ কেটে বাগান সাবাড়
  • সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ২০২২-১১-০৯ ০৬:১৫:২৭
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কৃষকের রোপণ করা ফলের চারা কেটে বাগান সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষক । গত মঙ্গলবার (০৮ নভেম্বর) রাতে উপজেলার মাঝিনা সুতির পাড় এলাকায় ঘটে এ ঘটনা। মাঝিনা সুতিরপাড় এলাকার কৃষক ইকবাল হোসেন অভিযোগ করে জানান, মাঝি সতিরপাড় এলাকার সেলিম নামের এক ব্যক্তির কাছ থেকে ৩ মাস আগে দুই বিঘা জমি বর্গা নিয়ে ফলের বাগান তৈরি করে। ওই বাগানে বিভিন্ন উন্নতজাতের জাম, লিচু, মালেশিয়ান ভুটান ফল, শিতাল ও বিভিন্নজাতের কলা, লেবু, পেঁপেসহ অন্যান্য ফলের চারাগাছ রােপন করে পরিচর্যা করে আসতে ছিলেন তিনি । গত মঙ্গলবার রাতের যেকোনো সময় ফলের চারা কেটে বাগান সাভার করে ফেলে দুর্বৃত্তরা । ফলের বাগানে গিয়ে ফলের সব গুলো চারা গাছ কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ইকবাল চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসেন। ইকবাল হোসেনের দাবী, তার প্রায় ৫ লাখ টাকার ফলের গাছ কেটে সাবার করে দেয়া হয়েছে । তিনি এর রহস্য উদঘাটন করে দৃস্টান্তমূলক শাস্তির দাবি করছেন প্রশাসনের কাছে । এ ব্যাপারে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ