রূপগঞ্জে কৃষকের ৫ লক্ষ টাকার ফলের গাছ কেটে বাগান সাবাড়

সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) || ২০২২-১১-০৯ ০৬:১৫:২৭

image
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কৃষকের রোপণ করা ফলের চারা কেটে বাগান সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষক । গত মঙ্গলবার (০৮ নভেম্বর) রাতে উপজেলার মাঝিনা সুতির পাড় এলাকায় ঘটে এ ঘটনা। মাঝিনা সুতিরপাড় এলাকার কৃষক ইকবাল হোসেন অভিযোগ করে জানান, মাঝি সতিরপাড় এলাকার সেলিম নামের এক ব্যক্তির কাছ থেকে ৩ মাস আগে দুই বিঘা জমি বর্গা নিয়ে ফলের বাগান তৈরি করে। ওই বাগানে বিভিন্ন উন্নতজাতের জাম, লিচু, মালেশিয়ান ভুটান ফল, শিতাল ও বিভিন্নজাতের কলা, লেবু, পেঁপেসহ অন্যান্য ফলের চারাগাছ রােপন করে পরিচর্যা করে আসতে ছিলেন তিনি । গত মঙ্গলবার রাতের যেকোনো সময় ফলের চারা কেটে বাগান সাভার করে ফেলে দুর্বৃত্তরা । ফলের বাগানে গিয়ে ফলের সব গুলো চারা গাছ কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ইকবাল চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসেন। ইকবাল হোসেনের দাবী, তার প্রায় ৫ লাখ টাকার ফলের গাছ কেটে সাবার করে দেয়া হয়েছে । তিনি এর রহস্য উদঘাটন করে দৃস্টান্তমূলক শাস্তির দাবি করছেন প্রশাসনের কাছে । এ ব্যাপারে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

Editor & Publisher: S. M. Mesbah Uddin
Published by the Editor from House-45,
Road-3, Section-12, Pallabi, Mirpur
Dhaka-1216, Bangladesh
Call: +01713180024 & 0167 538 3357

News & Commercial Office :
Phone: 096 9612 7234 & 096 1175 5298
e-mail: financialpostbd@gmail.com
HAC & Marketing (Advertisement)
Call: 01616 521 297
e-mail: tdfpad@gmail.com