ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচন-২০২২ নৌকা প্রতীকের ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠন অনুষ্ঠিত
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
  • ২০২২-১০-৩১ ০৭:৪৪:১২
আগামী ১৬ই নভেম্বর আসন্ন রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে দুর্গাপুর পৌরসভার নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। ৩০ অক্টোবর রবিবার সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৌকা প্রতীকের নির্বাচনী কমিটির গঠন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের জৈষ্ঠ্যপুত্র রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস নৌকা প্রতীকের মেয়র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ সুশিক্ষিত মেধাবী ছাত্রনেতা সাজেদুর রহমান মিঠু। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরসভার উপনির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে তারা হলেন, সভাপতি হিসেবে দ্বৈত ভাবে মনোনীত করা হয় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক। সাধারণ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের জৈষ্ঠ্যপুত্র রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, এ কে এম শামসুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আবু ওবায়দা মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান পুট্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজাহার আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন।
শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ