ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সিরাজগঞ্জে র‌্যালি
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২২-১০-২৯ ০৮:০৫:১৮
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (২৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে জেলা কমিউিনিটি পুলিশিং কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ (সদর ও কামারখন্দ) ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম বার পিপিএম বার। বক্তারা বলেন, জনগণ ও পুলিশের সাথে সেতু বন্ধন করার জন্য কমিউনিটি পুলিশিং গঠন করা হয়। রাষ্ট্রকে শান্তি ও সুরক্ষা রাখতে পুলিশ এবং জনগণের একসাথে কাজ করতে হবে। এসময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন নুরে আলম সিদ্দিকী, সাবেক মহিলা সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি,প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ