ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় বিরোধের ঘটনায় পাল্টা সাংবাদিক সম্মেলন
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২২-১০-১১ ১১:১১:৪৪
ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় মাদক ব্যবসা চালানোর অভিযোগের প্রেক্ষিতে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন ছাত্রলীগের নেতারা। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তারা বলেন- নিজেদের নানা অপরাধ আড়াল করতে এর আগে যুব পঞ্চায়েত কমিটির নামে সাংবাদিক সম্মেলন করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করা হয়। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান লেলিন তার লিখিত বক্তব্যে বলেন- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয়ের বাবা রফিকুল ইসলামের মৃত্যুর পর শফিকুল ইসলাম ও ইলিয়াছ চৌধুরী তাদের বসতভিটা দখল করার জন্য তাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার-নির্যাতন শুরু করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।এর জের ধরে চলতি বছরের ১৮ই ফেব্রুয়ারি ও ১৫ই সেপ্টেম্বর শফিকুল ইসলাম ও ইলিয়াছ চৌধুরীর নেতৃত্বে তাদের লোকজন জেলা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান হ্নদয়কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। তারা আশিকুরের বাড়িতেও হামলা চালায়। দুটি ঘটনায় আশিকুরের মা মর্জিনা বেগম বাদী হয়ে শফিকুল ইসলাম, ইলিয়াছ চৌধুরীসহ তাদের অনুসারীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ শফিক ও ইলিয়াছকে গ্রেপ্তার করে। পরে জামিনে ছাড়া পান। শফিকুল ইসলাম একজন ভূমিদস্যু। তিনি ইতোপূর্বে একাধিকবার গ্রেপ্তার হয়ে কারা ভোগ করেছেন। তাছাড়া ইলিয়াছ চৌধুরী হেফাজতের রাজনীতির সঙ্গে জড়িত। লেনিন আরো বলেন, জেলায় ছাত্র রাজনীতিতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানের অভিভাবক আমি। সেজন্যে তার বিপদ-আপদে এগিয়ে আসি। একারনেই শফিকুল ও ইলিয়াছ চৌধুরী আমার উপর ক্ষুব্ধ। এ কারনেই গত ৫ই সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলন করে তারা আমাদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করে। যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। মুলত শফিক ও ইলিয়াছ চৌধুরী হত্যা চেষ্টা মামলা থেকে বাচঁতে এসব করছেন। সংবাদিক সম্মেলনে জেলা শ্রমিকলীগ কর্মী মো.কামাল মিয়া, সমাজকর্মী আজিজুল হক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয়,সহ-সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগ কর্মী আশিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ