বাল্য বিবাহের অভিযোগে কনের মা ও বরের কারাদন্ড
- মুসা মিয়া, হিলি (দিনাজপুর)
-
২০২২-১০-০৯ ১০:৩৬:৪৩
- Print
দিনাজপুরের হিলিতে গোপনে মেয়েকে বাল্য বিয়ে দেয়ার পরদিন অনুষ্টান করার সময় ইউএনও অভিযান চালিয়ে কনের মাকে ৬ মাসের ও বরকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
আজ রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া হরিকৃষ্টপুর এলাকায় কনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম এই দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন,বিরামপুর উপজেলার মুন্সিপাড়ার গ্রামের আ: ছবুরের ছেলে বর মোঃ নাহিদ (২২),ও হাকিমপুরে খট্টামাধবপাড়া হরেকৃষ্টপুর গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী ও কনের মা মোছাঃ নাজনীন নাহার (৩৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম বলেন,খট্টামাধবপাড়া ইউনিয়নের বাসিন্দা রশিদুল ইসলাম গোপনে তার ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে পাশ্ববর্তী উপজেলায় নিয়ে গিয়ে শনিবার রাতের আঁধারে বিয়ে দেন। এরপর আজ রোববার তার বাড়িতে বর পক্ষের উপস্থিততে ধুমধামের সহিত অনুষ্ঠান চলছিল। এসময় ভ্রাম্যমান আদালতের একটি টিম ওই বিয়ে বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে অন্যরা পালিয়ে গেলেও বর ও কনের মাকে আটক করে তাদের ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে।