ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি' "এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না" প্রধানমন্ত্রী
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২২-১০-০২ ০৮:৫৩:১৬
আজ ০২ অক্টোবর রবিবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন আরা মুক্তার সঞ্চালনায় 'কৃষি সমৃদ্ধি সমাবেশে' প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম-পিপিএম, বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক। কী-নোট প্রেজেন্টেশন করেন পটুয়াখালী কৃষি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (OFRD) ড. মোঃ শহীদুল ইসলাম খান, ধান উৎপাদনে কর্মকৌশল সম্পর্কে উপস্থাপন করেন বরিশাল কৃষি সম্প্রসারন বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আলমগীর হোসেন, পটুয়াখালী জেলার অনাবাদী জমি এবং করণীয় বিষয় উপস্থাপনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হুমায়ুন কবির, কৃষি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা, গলাচিপা উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ, বাউফল উপজেলা চেয়ারম্যান মতলেব হাওলাদারসহ জেলার সকল উপজেলার উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ইউপি চেয়ারম্যানবৃন্দ, কৃষিবিদ ও কৃষকবৃন্দ। সমাবেশে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান বলেন, প্রধানমন্ত্রীর "এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না" অনুশাসন যথাযথ বাস্তবায়নে সামাজিক আন্দলন গড়ে তুলতে হবে। এ জন্য আমাদের সবাইকে স্ব-স্ব স্থানে থেকে আন্তরিকভাব কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান প্রধান অতিথি।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ