ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
নরসিংদী মাধবদীতে গৃহবধু গণ ধর্ষণের শিকার
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২২-০৯-১৩ ০৬:৪৫:৫২
নরসিংদী মাধবদীর মহিষাশুড়া ইউনিয়নের বালুচরে এক সন্তানের জননী গণ ধর্ষণের শিকার হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, বালুচরের শফিকুলের স্ত্রী ছদ্মনাম স্বপ্নাকে (১৮) একই এলাকার হীরা চাঁনের লম্পট ছেলে আনোয়ার( ৩০)ও আবু ছিদ্দিকের ছেলে ফারুক(২৮) ঘুমের বড়ি খাওয়ে অচেতন করে গন ধর্ষণ করে সপ্নাকে এক পর্যায়ে সপ্না অজ্ঞান হয়ে পরলে পরের তারা একাধিকবার পালাক্রমে ধর্ষন করে পালিয়ে আসে। সকালে পাশের রুমে থাকা তার মা-ও অন্যান্যরা তাকে দেখতে পেয়ে ডাক্তার দেখায় এবং সকালে ঘটনা জানা জানি হলে আনোয়ার ও ছদ্মনাম সপ্নার মামা জাবিরুল্লাহকে ম্যানেজ করে ৬নং ওয়ার্ড মেম্বার অলিউল্লার মাধ্যমে ৩৫ হাজার টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এ ব্যপারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী স্বপ্না বলে,আমার স্বামী রাত্রে ডিউটি করতে গেলে আনোয়ার ও ফারুক আমার ঘরে ঢুকে মেরে ফেলার ভয় দেখিয়ে ঘুমের বড়ি খাওয়া আমার সর্বনাশ করেছে। আমি তাদের বিচার চাই। ভুক্তভোগীর স্বামী শফিকুল (২০)বলে,আমি রাতে বাসায় না থাকায় তারা আমার এত বড় ক্ষতি করল।আমি মাধবদী থানায়একটি অভিযোগ করেছি। এ ব্যপারে বালুচর পাড়ার আওয়ামী লীগ নেতা সাহেব আলী বলেন,আমি শুনছি কিন্তু এলাকার কিছু প্রভাবশালী লোক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। একটা সংসার ভেঙে যাইতেছে আমি ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এ ব্যপারে আনোয়ার ও ফারুকের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি।ধর্ষণের শিকার ছদ্মনাম সপ্নার মা বলেন আমার মেয়ের সর্বনাশ করেছে লম্পট আনোয়ার ও ফারুক তারা এলাকার খুব খারাপ লোক আমি এদের ভয়ে ও নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আমার মেয়ের সুষ্ঠু বিচার দাবি করছি প্রশাসনের নিকট। আমারে আপনারা বাঁচান আমার বাড়ি ঘর ভেঙ্গে আমার মেয়েকে হত্যার হুমকি দিচ্ছে আমার মেয়ের জামাই এখন আমার মেয়েকে নিতে চায় না। আমি এখন কি করবো বলে কান্নায় ভেঙ্গে পড়েন এই অসহায় বৃদ্ধা মা। গোপন সূত্রে আরো জানা যায় এলাকায় আনোয়ার ও ফারুক গং খুবই উশৃংখল ও অটোরিকশা চুরি চক্রের সাথে জড়িত পূর্ব এদের বিরুদ্ধে ধর্ষণ চুরি-ডাকাতি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এলাকাবাসী এদের ভয়ে মুখ খুলতে পারছেনা তারা একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় থেকে এ ধরনের অপকর্ম করে থাকে বলে এলাকার একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তি জানান। শীঘ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি জানায় ভুক্তভোগী সহ এলাকাবাসী প্রশাসনের নিকট।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ