ঢাকা মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
রাষ্ট্রের প্রয়োজনে সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে: ভিপি নূর
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু:
  • ২০২৪-০৯-০৭ ০৯:৩৭:০৪

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন,  রাষ্ট্রের সংস্কারের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত দুই বছর সময় দেয়া উচিৎ। বিভিন্ন অফিস আদালত সহ নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর জন্য এ সময় তাদের দিতে হবে নচেৎ একটি সুন্দর গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব না। 

বর্তমান অন্তবর্তী কালীন  সরকারের রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা নাই। দুই বছর সরকারের ক্ষমতায় থাকার জন্য কাঠামো আরো  বাড়ানো দরকার। ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে রাষ্ট্রের বর্তমান অবস্থায় তারা ভালোভাবে কাজ করতে পারবে না। এই সরকারের চেহারা জাতীয় সরকারের চেহারায় দেয়া যেতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে তাদের মনোনীত প্রার্থীদের কে অন্তর্ভুক্তি করে জাতীয় সরকারের রূপ দেওয়া যায়।  

 পটুয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
 ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার  ছাত্র-জনতার  সরকার
শেখ হাসিনা সাইকোপ্যাথ প্রধানমন্ত্রী ছিলেন: মামুনুল হক