ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জনগণকে ভালবেসে রাজনীতি করার আহ্বান
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া:
  • ২০২৪-০৯-০৭ ০৯:৪৯:১৫

আওয়ামী লীগ সরকারের পতন থেকে শিক্ষা নিয়ে জনগণকে ভালোবেসে রাজনীতি করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি'র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি শুক্রবার রাতে শহরের ট্যাংকের পাড় পৌর কমিটিনিটি সেন্টারে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্য এ আহ্বান জানান। 

 ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম হামিদুল হক টুক্কুর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি আরো বলেন, গত ৫ আগস্ট দেশের মানুষ আওয়ামীলীগ সরকারের জুলুম নির্যাতন থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়েছে। তাই আওয়ামীলীগ সরকারের এই পতন থেকে শিক্ষা নিয়ে  সাধারণ মানুষের প্রতি জুলুম, নির্যাতন চাঁদাবাজি না করে জনগণকে ভালোবেসে রাজনীতি করতে হবে। তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক ক্রান্তিলগ্নেও হামিদুল হক টুক্কু অত্যন্ত দৃঢ়তার সাথে দলের নেতাকর্মীদের সংগঠিত রেখে রাজনীতি করে গেছেন। তার রাজনৈতিক আদর্শ সকলের কাছে অনুকরণীয়। 

সভায় মরহুমের ছেলে মোহাম্মদ তোফায়েল হক নোটন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী